Thursday, December 15, 2011

উড়ান

আকাশকক্ষে ধুমকেতুর বারুদে উড়ান- 
                                       দীর্ঘ সে পাড়ি ।
এ উত্তোরণ নয়, আগুনে হওয়াতে ছারখার করে চলা ধারাপাত, আর মন খনিতে রক্তাক্ত খোঁড়াখুঁড়ি ।
                                      সঞ্চয শুধু বিষাদের ঋণে ভারী,  
                                                                                 খুব ভারী ।

তাই আজ আমি একটা বাড়ি চাই, যার সব জানালা খোলা যায় । 
যার ভিত মাটিতে গাঁথা ।
যার জানালা দিয়ে
গণগনে গরম হওয়া ঢুকে পরে যেন তাঁতিয়ে তুলতে পারে ঘরটারে ।
তারপর, হওয়ার আরাম বড় সুখ - 
এইটুকু, শুধু এইটুকু পেতে দাও মোরে।

তারা ভরা এ আকাশ থাকুক আমার স্বপ্নে
আমার কোল ঘেঁষে থাকুক আগুন, 
মন দরিয়ায় ভেসে যাক কল্পতরী
                                মাটির সুবাসে ভরা হওয়ার টানে টানে ।

ঝাপসা

দূর থেকে সব কিছুই হয় সুন্দর লাগে, নয়তো ঝাপসা |

তোমাকেও যখন আমি দূর থেকে দেখি কি ভালো যে লাগে, 
নীল মায়া জড়ানো এক বিশাল পাহাড় |
সে নীল মায়ার নীচে লুকানো বাঘ নখ, (কখনো জানিনি), 
নিজের প্রয়োজনে ঝলসে ওঠে বিদ্যুত তলোয়ারির মত, 
যখন তখন বধ করতে কাছাকাছি ঘেঁষে আসা দীঘল হরিণটিকে  | 
শান্ত ভাবে এমন ছিন্ন ভিন্ন করো নরম সরম প্রতিপক্ষকে-- সে কথা অজানাই থেকে যায় বহু বহু বন্ধুজনের কাছেই  | 
দূর থেকে দেখা যায় না অনেক কিছুই............

ব্যথায় ব্যথায় নীল হয়ে সোমলতা স্মৃতির অভ্র ছড়িয়ে দিল পথের বাঁকে | 
আর কখনো সে আসবেনা তোমায় ডাকতে | 
শুধু হাওয়াতে ভেসে যাওয়া খুশির নৌকা, 
হারিয়ে গেছে  কখন, সেটাও  কেউ জানতে চায় না বা অকেজো রেডারে  ধরা পরে না অনুভূতির তাপমাত্রা | 
জমার খাতা জলে ভিজে জবজবে মরা কাঠ |

বন্ধুত্ব নীলামে উঠেছে চড়া দামে, 
হিসেব নিকেশ না করে পাল্লাতে তুলোনা কিছুই |
এ সতর্ক বাণী সবই কে নাড়া দেয়না | দলছুট কেউ কেউ এখনো অভিধানে শব্দবদ্ধ |

তাই হেঁটমুন্ডে শুরু হোক পিছন দিকে এগিয়ে চলা, 
দিশাহীন দিকদর্শনের এই প্রথম অধ্যায়, শুরু নাকি শেষ..............................

ঝাপসা সব ঝাপসা....................................





Wednesday, November 23, 2011

আসুক সকাল




কাল সকাল থেকে তোমার জন্য যখন অপেক্ষা করতে করতে অসহ্য লাগছিল | তখনই  অনুভব করলাম ব্যথা লাগছে মানেই স্নায়ুতন্ত্র ঠিকঠাক, অসাড় হয়নি এখনো নাড়ীর টান | 
পাশের বাগানে তখন চলছিল অনেক শালিকের জলসা | সবাই সবাইকে জানাচ্ছিল তুষারের টেলিগ্রাফের কথা | মেপেল কখন হারিয়ে ফেলেছে তার পছন্দের হলুদ জামা | দু:খের প্রতীক হয়ে আগামী দিনের জন্য বন্ধ করেছে প্রদর্শনীর দরজা | আলো কমে আসা দিনগুলো ভিড় করে থাকে দিনপঞ্জির দিনে |

আলো কমে আসা দিনগুলো পার হয় আবার আসুক রোদ ঝলমল উষ্ণ সকাল........তোমার আমার তার সবার সবার খোলা জানালাতে |
তাই জানালাটা খোলা রাখতেই হবে আগামীর দিকে চোখ রেখে.....................

Wednesday, November 9, 2011

নীললোহিতের মত লালকমলার ও যে পাঁচ ছয়টা করে চরিত্রে ঢুকে পড়তে হয় এটা
 বুঝতে কেটে গেল কত যুগ | এক একটা মুখোশ আবার এক এক রকম, কারো সাথে মিল নেই কারো | কেউ ভাবে লাল কমলা অঙ্ক একদম জানে না আবার বেগুণীর দল জানে সে কত পারদর্শী অঙ্কে | এটা কেন হয় মাপকাঠিটা মেপে দেখেছি মাপে কোনো গরমিল নেই, তাহলে এমন ঘটে কেন | তবে গেছোবাবার স্মরণ নেওয়া ছাড়া কোনো গতি নেই | সে হয়ত করতে পারে এর সমাধান | তাই দিন রাত গেছোকে খুঁজছি | তোমাদের কারো জানা থাকলে জানিও তার সন্ধান |  |




Friday, October 28, 2011

প্রিয় দিশাহীন,
এইমাত্র খবর পেলাম যে ঘরেবন্দী  আকাশ, কৌটোবন্দী নদী, আর অনেক রাংতা বেলুন নিয়ে বুড়ো কচ্ছপ ধপ ধপ | এগোচ্ছে না পিছোছে এটা নজর রাখছে তৃতীয় বিশ্বের চাঁদ সূর্য্য | খুঁচিয়ে মারবার সব আয়োজন করে রাজ্যপাট ঘোষণা করলো বিশ্বব্যাপী বন্ধুদিবস | এরমধ্যে নীলঘোড়া খুঁজে খুঁজে জোনাকি পিঠে  তুলছে দিগন্তে সাজাবে বলে | তুলে ধরার ভুতুড়ে ইচ্ছে ওর আজও  গেল না | লাল হলুদ মেঁপেল পাতা সাজিয়ে একটু আরও খুশী হবার জন্য আবেদন করছে সকাল বিকেল| আবেদন নামঞ্জুর করো না |...কিন্তু .... | ঘড়িটা হেলিয়ে পরার আগে বাইস্কোপের  বাক্স বন্ধ করা কখনো উচিত নয় | পাঁচ বন্ধু প্রতিবেশী মিলে ঠিক  করো আগামীর যাত্রা|  আজ এই অবধি ....

ইতি
আলুঝালু ব্যাপারী |


Tuesday, October 18, 2011


ফুলের থেকে ফুল যে ফোটে আমার থেকে তুই
গল্প যত এগিয়ে চলে গান হলো যে কখন, 
 নতুন নতুন পাতায় তোলে হওয়া উতরোল|

আজকে তোর জন্মদিনে দেব তোকে কি?
সারা জগত সাজছে যখন আমার দেবার  কি ?


ভালো থাকিস ভালো থাকিস আমার ছোট মেয়ে ,
কখন যেন বড় হয়ে  চলে গেলি দুরে তরী বেয়ে
তবু আমার বুকের মাঝে তুই যে আমার মেয়ে
আলোয় আলোয়  ভরিয়ে তোলা অনেক খুশির পাল তোলা ছোট্ট একটা নেয়ে |

biday

সরে সরে যেতে যেতে মাঝ গাঙ্গে ঠাঁই
মুঠো খুলে হাতে দেখি ছাই শুধু ছাই
ছাইয়ে ঢাকা আছে বুঝি সুগন্ধি কস্তুরী
তোমার দেহের শুধু একটুকরো নাড়ি
আগুনে আগুনে মিলে তোমার শরীর
ভাবনা যে মাখামাখি স্মৃতির আবির
সব বুঝি শেষ নাকি, শুরু আরেক অধ্যায়

তোমা থেকে আমি আর আমি থেকে সে
এই ভাবে বয়ে যায় মেয়ে নৌকাটা  বেয়ে..............................




Sunday, October 16, 2011

সুন্দর বৌ, তোমায় ছাড়া বিয়েবাড়ির ঝঁকি তুলে দেবে কে? এমন কত বিয়ে উতরে গেল তোমার নি:শব্দ্ধ চালনায়

তোমার জন্যই এবাড়িতে সবার আনাগোনা , ভালোবেসে এত কিছু করতে কেমন করে ? এত সকলকে ভালই বসতে কি করে?
আমরাতো আপনজন কেও এত ভালোবাসি কি ....................... দিশাহীন উত্তর তোমার কাছেই তো খুঁজি


সুন্দর করে কথা বলার জাদু জানতে তুমি, তাই কি সবাই সুন্দর বৌ বলতে পাগল ছিল ? কি জানি কেন....................

যে একবার তোমাকে দেখেছে মিশেছে কি করে বুঝে যেতো তোমাকে নির্ভর করা যায়, নিরাপদ আশ্রয় তুমি

সুন্দর বৌ, কাউকে দুঃখ দিতে চাইতে না তুমি তাই কি সব ব্যথা বুকে নিয়ে এই নি:শব্দ্ধ  প্রস্থান.................

শক্তি দিও আত্মজ কে বহনের তোমার সোনার তাজ......................................










Sunday, September 18, 2011


মনের মধ্যে আগুন জ্বলে 
বাইরে হিম শীতল
মনের মধ্যে ঝড় যখন
বাইরে নিরুত্তর
 দেয়াল থেকে দেয়াল কত
মাঠ পেরিয়ে ঘাট
তোমার সাথে আমি নাকি আমার সাথে তুমি
কোনো কোনো প্রশ্ন তার ??? উত্তর কি জানি..........................













Saturday, September 3, 2011

elomelo 2

Let it go  let it go   let it go. 

ছেড়ে দেবার ধারাপাত কখন ছেঁড়া তমসুক | শুধু খুঁজে ফিরি শেষ দৃশ্যের পাতা যার পর  আবার তোমার প্রবেশ | হয়ত আর কখনো যাওয়া হবে না তোমার সংঘে পলাশ ডাঙার মাঠে যাত্রা দেখতে | 
ইচ্ছে করেই উল্টো পথে হাঁটা বা উল্টো পা হেঁটমুন্ড .....হাত তো বাড়িয়ে ছিলাম, অন্য দিকে বাঘনখ বোঝাই যায়নি | ক্ষতি কিছু নেই তাতে , প্রকৃতির ভারসাম্য বজায় রইলো | শুধু রক্তাক্ত দলিল কখন নষ্ট করলো ভারসাম্যের ভারসাম্য ! 

সত্যি কি এরপর আরশিতে ভেঙ্গে চুঁড়ে যেতে দেখোনি তোমার মুখ? আমি মুখোশ পাড়া ছেড়েছি বহু বহু দিন | তেমন ভাবে বলতে গেলে ওপাড়াতে বাস ছিলনা কোনদিনই | তাই তোমার আমার দেখোও ওখানে নয় | আর কখনো যেন  হয়ও না |

টেবিলে  সাজানো ভাত ডাল আলুভাজা, প্লেট সারি সারি | সবাই হাসিমুখে বসে আছে কোথায়ও কোনো ছায়া পরছেনা | এমন ভোজে বারবার নয়, সত্যি বলছি আর কখনো ডেকোনা আমাকে | ঘুড়ি উড়ানোতে বড় ছেদ পড়ে | 

সব কথাই তো বহু বার বলেছে বহুভাবে বহুজন কত শত দিন ধরে, তবু কেন এত কথকতা ?

 কথায় কথায় কাল ফুরালো - বলা হলো না, রংমশাল জ্বলছে হাতে আর কিছুই  বোলো না ......................................



Tuesday, August 23, 2011

elomelo 1

আজ মুখোশ রাজ্যের নিমন্ত্রন ফিরিয়ে দিতে ইচ্ছে ছিল | পারলাম না, তার বদলে চোখ বন্ধ করে ঝাঁপ দিলুম অতলান্ত আঁধারে |

গঙ্গাফড়িং উঁড়াউঁড়ি পানকৌড়ির ডুব
চিকচিক জলের সোনা  বনলতার মুখ
               মন দরিয়ায় পাল তুলেছি উজান পানে ধাই
খড়কুটো যা সঙ্গে আছে তোমায় আমায়ে  ভাগ |

 







মাঝে মাঝে কি যে হয়, অনেক অনেক সোজা কথার ও মানে ঠিক বুঝে ওঠা যায়না | সোজা কথা আর আমরা শুনিনা, বলিনা বলে কি? রবি কবি কবেই বলে গেছে "সহজ কথা যায় না বলা সহজে"................... |
এর মাঝে তর্ক উঠেতেই পারে সোজা কথা মানে কি ? কথাটার মধ্যেই আছে ব্যক্তি স্বতন্ত্রতার ভাব | তোমার কাছে যা সোজা আমার কাছে নয় | আমার কাছে যা সোজা Susan র কাছে তা অবোধ্য | তাহলে এই দাঁড়ালো যে কোনো কিছুই সোজাসুজি বলা যায়না | সবই আপেক্ষিক | সত্য আপেক্ষিক, প্রশংসা আপেক্ষিক, শুধু প্রশংসাবাই কেন, যে কোনো অনুভবের মূল্যায়নের মানদন্ডই আপেক্ষিক, তবে আর দুঃখ করে কি হবে- খয়েরি এ জগতে 3D চশমার দরকার নেই| contact লেণ্সটাও খুলে ফেলবো কিনা ভাবছি | আঁধার সে ঘরে সহজ করে তখন শুধু infra red light টা  অন করে দিও | ছবিতে ফুটে উঠবে তোমার সব ভুল সব মন খারাপগুলো |  ডাকঘর অনেক আগেই বন্ধ হয়ে গেছে, উড়োচিঠি পাঠানো আর হোলোনা এ যাত্রাতে ?










Wednesday, August 17, 2011

অনেক কিছু না পাওয়াতেই যেমন জীবন নষ্ট হয় না| তেমনি সব পেলেই পাওয়া জীবন নষ্ট কিনা এ প্রশ্নর মুখোমুখিও হয় না জীবন | আমার সব পাওয়া হয়ে গেলে আমি তোমার জন্য চাইব, তারপর ওর জন্য, তার জন্য আরও কত কত জনের জন্য.....| জীবন শুন্য হতে পারে কিন্তু নষ্ট কখনো নয় | এর পর আমার ঘর উঠান আদরের নৌকাতে তুলে ভেসে যেতে চাই তোমাদের মাঝে যেখানে  শোনা যাবে শিশিরের শব্দ, আলোর হইচই.........রামধনুর ওঠা পরা |

আজ আমার বন্ধু ইন্দ্রানী নতুন জীবনে ভেসে গেল তার হাত ধরেছিল তখন সে| তাদের এই যাত্রা পথে রইলো আমাদের অনেক অনেক  শুভেচ্ছা |

জীবন খোঁজে জীবন পায়,
 হারিয়ে গিয়ে আবার উধাও, 
ওঠে  নামে পথের বাঁকে হারিয়ে গিয়ে পেতে তাকে ||









|



Tuesday, August 9, 2011

আজকের নতুন cell গুলো নতুন রকম দেখতে কেন লাগছে জানি না | ওদের লম্বা হাতগুলো বাড়িয়ে কি হাত ধরতে চাইছিল প্লেটের এপাশের যে আছে তার সাথে? এপাশের সেই বা তখন কি ভাবছিল? পরপর চারটে মিটিং, সারাদিন শুধু
কচকচি আর অপেক্ষাতে কাটবে | কিসের অপেক্ষা? আরও একটা দিন .............................আরেকটা দিন
.................................

এ বলেছে এই, সে বলেছে ওই, এভাবে আর কতদিন চালাবে? এবার একটু নিজের কথা বলো, একটু নিজের মত ভাবতে শেখো | কাকে কান নিল বলাতে কাকের পেছনে ছোটার আগে, কানে  হাত দিয়ে দেখে নিও সত্যি কান আছে না নেই | তুমি আমাকে যত নিচে ফেলতে চাও, চাও - আমি পরবো না | ইচ্ছেপরি আমাকে নিয়ে যাবে মেঘের দেশে - তোমার হিংসে করা ছাড়া আর কিছু করার নেই | যদি চাও ফিরতে পারি তোমার চায়ে চুমুক দিতে কিন্তু সংঘে কিছু আবদার চেও না |



Friday, August 5, 2011

aakibuki

আকিবুকি -১


মাথা ছুলো মেঘের দেশে  নত হতে জানে না সে
মন উড়েছে চিলের ডানায় হাতের  মুঠোয় ধরে না সে
তোমার যত মন্দ কথা তোমার কাছে জমা থাকুক 
আমার জগত আলোয়  হাসে তোমার সেথা প্রবেশ নিষেধ ||||||||||||


আকিবুকি -২

কত কথাই বলার থাকে কিন্তু বলা হয়ে ওঠে না | কথা গুছিয়ে উঠতে উঠতে  যাকে বলার সে হারিয়ে যায় | কখনো 
কথারা নিজেই যেন লজ্জা পায় বা হঠাত ঠিক করে সামনে আসবেনা | নাকি শব্দ গুলোর মধ্যে শুরু হয় তর্ক, কে আগে কে পরে ঠিক করতে পারে না কিছুতেই | আর আমি শুধু ছুটতে থাকি এলোমেলো  জেব্রা
 ক্রসিং পার হওয়া হয় না কিছুতেই |