Sunday, September 18, 2011


মনের মধ্যে আগুন জ্বলে 
বাইরে হিম শীতল
মনের মধ্যে ঝড় যখন
বাইরে নিরুত্তর
 দেয়াল থেকে দেয়াল কত
মাঠ পেরিয়ে ঘাট
তোমার সাথে আমি নাকি আমার সাথে তুমি
কোনো কোনো প্রশ্ন তার ??? উত্তর কি জানি..........................













Saturday, September 3, 2011

elomelo 2

Let it go  let it go   let it go. 

ছেড়ে দেবার ধারাপাত কখন ছেঁড়া তমসুক | শুধু খুঁজে ফিরি শেষ দৃশ্যের পাতা যার পর  আবার তোমার প্রবেশ | হয়ত আর কখনো যাওয়া হবে না তোমার সংঘে পলাশ ডাঙার মাঠে যাত্রা দেখতে | 
ইচ্ছে করেই উল্টো পথে হাঁটা বা উল্টো পা হেঁটমুন্ড .....হাত তো বাড়িয়ে ছিলাম, অন্য দিকে বাঘনখ বোঝাই যায়নি | ক্ষতি কিছু নেই তাতে , প্রকৃতির ভারসাম্য বজায় রইলো | শুধু রক্তাক্ত দলিল কখন নষ্ট করলো ভারসাম্যের ভারসাম্য ! 

সত্যি কি এরপর আরশিতে ভেঙ্গে চুঁড়ে যেতে দেখোনি তোমার মুখ? আমি মুখোশ পাড়া ছেড়েছি বহু বহু দিন | তেমন ভাবে বলতে গেলে ওপাড়াতে বাস ছিলনা কোনদিনই | তাই তোমার আমার দেখোও ওখানে নয় | আর কখনো যেন  হয়ও না |

টেবিলে  সাজানো ভাত ডাল আলুভাজা, প্লেট সারি সারি | সবাই হাসিমুখে বসে আছে কোথায়ও কোনো ছায়া পরছেনা | এমন ভোজে বারবার নয়, সত্যি বলছি আর কখনো ডেকোনা আমাকে | ঘুড়ি উড়ানোতে বড় ছেদ পড়ে | 

সব কথাই তো বহু বার বলেছে বহুভাবে বহুজন কত শত দিন ধরে, তবু কেন এত কথকতা ?

 কথায় কথায় কাল ফুরালো - বলা হলো না, রংমশাল জ্বলছে হাতে আর কিছুই  বোলো না ......................................