Friday, October 28, 2011

প্রিয় দিশাহীন,
এইমাত্র খবর পেলাম যে ঘরেবন্দী  আকাশ, কৌটোবন্দী নদী, আর অনেক রাংতা বেলুন নিয়ে বুড়ো কচ্ছপ ধপ ধপ | এগোচ্ছে না পিছোছে এটা নজর রাখছে তৃতীয় বিশ্বের চাঁদ সূর্য্য | খুঁচিয়ে মারবার সব আয়োজন করে রাজ্যপাট ঘোষণা করলো বিশ্বব্যাপী বন্ধুদিবস | এরমধ্যে নীলঘোড়া খুঁজে খুঁজে জোনাকি পিঠে  তুলছে দিগন্তে সাজাবে বলে | তুলে ধরার ভুতুড়ে ইচ্ছে ওর আজও  গেল না | লাল হলুদ মেঁপেল পাতা সাজিয়ে একটু আরও খুশী হবার জন্য আবেদন করছে সকাল বিকেল| আবেদন নামঞ্জুর করো না |...কিন্তু .... | ঘড়িটা হেলিয়ে পরার আগে বাইস্কোপের  বাক্স বন্ধ করা কখনো উচিত নয় | পাঁচ বন্ধু প্রতিবেশী মিলে ঠিক  করো আগামীর যাত্রা|  আজ এই অবধি ....

ইতি
আলুঝালু ব্যাপারী |


Tuesday, October 18, 2011


ফুলের থেকে ফুল যে ফোটে আমার থেকে তুই
গল্প যত এগিয়ে চলে গান হলো যে কখন, 
 নতুন নতুন পাতায় তোলে হওয়া উতরোল|

আজকে তোর জন্মদিনে দেব তোকে কি?
সারা জগত সাজছে যখন আমার দেবার  কি ?


ভালো থাকিস ভালো থাকিস আমার ছোট মেয়ে ,
কখন যেন বড় হয়ে  চলে গেলি দুরে তরী বেয়ে
তবু আমার বুকের মাঝে তুই যে আমার মেয়ে
আলোয় আলোয়  ভরিয়ে তোলা অনেক খুশির পাল তোলা ছোট্ট একটা নেয়ে |

biday

সরে সরে যেতে যেতে মাঝ গাঙ্গে ঠাঁই
মুঠো খুলে হাতে দেখি ছাই শুধু ছাই
ছাইয়ে ঢাকা আছে বুঝি সুগন্ধি কস্তুরী
তোমার দেহের শুধু একটুকরো নাড়ি
আগুনে আগুনে মিলে তোমার শরীর
ভাবনা যে মাখামাখি স্মৃতির আবির
সব বুঝি শেষ নাকি, শুরু আরেক অধ্যায়

তোমা থেকে আমি আর আমি থেকে সে
এই ভাবে বয়ে যায় মেয়ে নৌকাটা  বেয়ে..............................




Sunday, October 16, 2011

সুন্দর বৌ, তোমায় ছাড়া বিয়েবাড়ির ঝঁকি তুলে দেবে কে? এমন কত বিয়ে উতরে গেল তোমার নি:শব্দ্ধ চালনায়

তোমার জন্যই এবাড়িতে সবার আনাগোনা , ভালোবেসে এত কিছু করতে কেমন করে ? এত সকলকে ভালই বসতে কি করে?
আমরাতো আপনজন কেও এত ভালোবাসি কি ....................... দিশাহীন উত্তর তোমার কাছেই তো খুঁজি


সুন্দর করে কথা বলার জাদু জানতে তুমি, তাই কি সবাই সুন্দর বৌ বলতে পাগল ছিল ? কি জানি কেন....................

যে একবার তোমাকে দেখেছে মিশেছে কি করে বুঝে যেতো তোমাকে নির্ভর করা যায়, নিরাপদ আশ্রয় তুমি

সুন্দর বৌ, কাউকে দুঃখ দিতে চাইতে না তুমি তাই কি সব ব্যথা বুকে নিয়ে এই নি:শব্দ্ধ  প্রস্থান.................

শক্তি দিও আত্মজ কে বহনের তোমার সোনার তাজ......................................