Wednesday, November 23, 2011

আসুক সকাল




কাল সকাল থেকে তোমার জন্য যখন অপেক্ষা করতে করতে অসহ্য লাগছিল | তখনই  অনুভব করলাম ব্যথা লাগছে মানেই স্নায়ুতন্ত্র ঠিকঠাক, অসাড় হয়নি এখনো নাড়ীর টান | 
পাশের বাগানে তখন চলছিল অনেক শালিকের জলসা | সবাই সবাইকে জানাচ্ছিল তুষারের টেলিগ্রাফের কথা | মেপেল কখন হারিয়ে ফেলেছে তার পছন্দের হলুদ জামা | দু:খের প্রতীক হয়ে আগামী দিনের জন্য বন্ধ করেছে প্রদর্শনীর দরজা | আলো কমে আসা দিনগুলো ভিড় করে থাকে দিনপঞ্জির দিনে |

আলো কমে আসা দিনগুলো পার হয় আবার আসুক রোদ ঝলমল উষ্ণ সকাল........তোমার আমার তার সবার সবার খোলা জানালাতে |
তাই জানালাটা খোলা রাখতেই হবে আগামীর দিকে চোখ রেখে.....................

Wednesday, November 9, 2011

নীললোহিতের মত লালকমলার ও যে পাঁচ ছয়টা করে চরিত্রে ঢুকে পড়তে হয় এটা
 বুঝতে কেটে গেল কত যুগ | এক একটা মুখোশ আবার এক এক রকম, কারো সাথে মিল নেই কারো | কেউ ভাবে লাল কমলা অঙ্ক একদম জানে না আবার বেগুণীর দল জানে সে কত পারদর্শী অঙ্কে | এটা কেন হয় মাপকাঠিটা মেপে দেখেছি মাপে কোনো গরমিল নেই, তাহলে এমন ঘটে কেন | তবে গেছোবাবার স্মরণ নেওয়া ছাড়া কোনো গতি নেই | সে হয়ত করতে পারে এর সমাধান | তাই দিন রাত গেছোকে খুঁজছি | তোমাদের কারো জানা থাকলে জানিও তার সন্ধান |  |