Tuesday, February 14, 2012

প্রিয় ভালবাসা তুমি

লাল গোলাপ সেতো রক্তাক্ত  হৃদয়ের মূর্ছনা
আমার ভালবাসার রং তাই লাল নয়।

সাদা বরফ শুভ্রতায় ভালবাসা রং-হীন
আমার ভালবাসার রং তাই সাদাও নয়।

গোলাপীর চপলতা আর ছুঁয়ে যায় না আমাকে
চুলের জেল্লা এখন মেহেন্দির রসে চিক চিক
তার সঙ্গে গোলাপী,  তাই কখনো হয় নাকি?

সবুজ ও যেন অবুঝ হাওয়ায়ে শুধু এলোমেলো ঝড়-

নীল সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে আকাশ নীলের ছুঁয়ে যাওয়াও
আমার ভালবাসার গল্প নয় কখনই ।

 আঁধার রাতে জ্বলে যখন আলো, সব কথা যায় হারিয়ে তখন
হাতের পরে হাত থাকে আর হাজার জোনাক আলো।
সেই তো আমার ভালোবাসা, আজও তোমায় ভীষন বাসী আমি ভালো ।


Sunday, February 5, 2012

এক  সঙ্গের  এই  যে  চলা  জারি  থাকুক  বছর  বছর 
জীবন  মানেই  উঠা পড়া  জীবন  মানেই  খুঁজে  ফেরা
দুজনের  এই  সপ্তপদী
 সহজ  করে  জেতা হারা 
কান্না  হাসির  গানের  পালায় ভরে থাকুক  জীবন  সারা