Thursday, July 19, 2012

হয়তো


এখনো আমার ছেলেটা খিচুড়ির সাথে চানাচুর খেতে ভালবাসে 
এখনো আমার মেয়েটা বাবার গলা জড়িয়ে,
                           বকবক করে যায় সারাদিন রাতভর।
আমার এখনো ভালো লাগে ছেলেমানুষীর সব হইহই  সব সব পাগলামি  । 
তাই  সব উল্টো পাল্টে,  
সোজা সরল এই ছাদটাই ঘুড়ি উড়াতে লাটাই ধরলো, কখন কেন কে জানে !

দাবা সাজিয়ে বসে থেকে থেকে ওস্তাদরা চলে গেল হাডুডু খেলতে
আর আমরা পথ হারিয়ে শুধু খুঁজে গেলাম গন্তব্য, কানামাছি দিনে রাতে ।

নিরুদেশে পাড়ি  দিয়েছে জোনাকিরা
এ জীবনে আর ওঠা হলনা ওই শৃঙ্গে
তবু আলোতে ভাসাভাসি এই দরিয়ায় নৌকো বেয়ে যাই
এই আশায়
            হয়তো কোনো দিন
                                  হয়তো
                                        অন্য কোনো দিন
                                                    বিশ্বাসে মিলাবে বস্তু
                                                                           ছাপিয়ে দুকূল।

Friday, July 13, 2012

চারিদিকে সাজিয়ে রেখেছো এত কিছু আমাদের জন্য

স্তরে স্তরে  এই যে জীবনের কথা,  অপেক্ষা শুধু আবিস্কারের
 বারবার ভালবাসার এই পেয়ালা ভরা থাক

 যা নিয়ে পূর্ণ হোক

পথ পরিক্রমা, দিক দর্শনের উন্মোচন ।

Tuesday, July 3, 2012

opekhar dekha

শব্দের নিস্তরঙ্গ এই চলাচল, মনটা টুপ টুপ পদ্ম পাতায় জল 

   ধুকপুক হৃদয়ের কথা, রাত ভোর বাজে বিলাবল ।

নদী তবু বয়ে যায়, উপচিয়ে কান্নার ঢল,

একা একা পথ চলা জীবনের  অতলান্ত নীল সে সাগর ।

ভালোবেসে ভেসে যাওয়া জীবনের ওঠা নামা এই উতরোল 

তার মাঝে অপেক্ষার শুধু এই অপেক্ষার হাত ধরে এগোয় জীবন ।