Tuesday, November 12, 2013

বহতা

কালচার প্লেটে কোষেদের এক থেকে বহুর ধারাপাত 
বানাতে  বানাতে যখন 
খুশীতে মত্ত হয়ে প্রায় ভেবে বসি 
আমিও তো বানিয়ে তুলতে পারি জীবন 
এক থেকে দুই, দুই থেকে এক কলোনী।

তখনই, জীবন জাগিয়ে তোলে  আমায় 
আনন্দের ভাসমান শূন্য  থেকে আঁছড়ে নামায় বাস্তবের শক্ত মাটিতে ।
তর্জনী তুলে বলে " এত ক্ষুদ্রতায় বেঁধো না আমাকে  
আমাকে ধরা যায়না পাত্রে - আমি যে সততই বহতা"।

এক বিন্দু থেকে শুরু এক অশেষে  তাঁর ছুটে চলা
এরই মাঝে কিছু কিছু জীবন এমন ভাবে ছুঁয়ে  যায় তোমাকে, আমাকে, তাঁদেরকে  ওঁদেরকে                                                                           আরো অনেক অনেককে 
দুকূল ভাসিয়ে তার ভালবাসা যেন জ্বালায় আলো 
আনন্দের সে আলোয় উদ্ভাসিত - বিকশিত 
নৃত্যরত  এক জীবন 
সে আলোর জোয়ারে ভেসে যাই আমরা - ভেসে যায় শোক 
রয়ে যায় শুধু স্মৃতির জলছবি, 
শোক  মুঁছতে পারে না তাকে।
                                                জয়শ্রী দাশগুপ্ত