Saturday, September 3, 2011

elomelo 2

Let it go  let it go   let it go. 

ছেড়ে দেবার ধারাপাত কখন ছেঁড়া তমসুক | শুধু খুঁজে ফিরি শেষ দৃশ্যের পাতা যার পর  আবার তোমার প্রবেশ | হয়ত আর কখনো যাওয়া হবে না তোমার সংঘে পলাশ ডাঙার মাঠে যাত্রা দেখতে | 
ইচ্ছে করেই উল্টো পথে হাঁটা বা উল্টো পা হেঁটমুন্ড .....হাত তো বাড়িয়ে ছিলাম, অন্য দিকে বাঘনখ বোঝাই যায়নি | ক্ষতি কিছু নেই তাতে , প্রকৃতির ভারসাম্য বজায় রইলো | শুধু রক্তাক্ত দলিল কখন নষ্ট করলো ভারসাম্যের ভারসাম্য ! 

সত্যি কি এরপর আরশিতে ভেঙ্গে চুঁড়ে যেতে দেখোনি তোমার মুখ? আমি মুখোশ পাড়া ছেড়েছি বহু বহু দিন | তেমন ভাবে বলতে গেলে ওপাড়াতে বাস ছিলনা কোনদিনই | তাই তোমার আমার দেখোও ওখানে নয় | আর কখনো যেন  হয়ও না |

টেবিলে  সাজানো ভাত ডাল আলুভাজা, প্লেট সারি সারি | সবাই হাসিমুখে বসে আছে কোথায়ও কোনো ছায়া পরছেনা | এমন ভোজে বারবার নয়, সত্যি বলছি আর কখনো ডেকোনা আমাকে | ঘুড়ি উড়ানোতে বড় ছেদ পড়ে | 

সব কথাই তো বহু বার বলেছে বহুভাবে বহুজন কত শত দিন ধরে, তবু কেন এত কথকতা ?

 কথায় কথায় কাল ফুরালো - বলা হলো না, রংমশাল জ্বলছে হাতে আর কিছুই  বোলো না ......................................



No comments:

Post a Comment