Wednesday, August 15, 2012

স্বাধীনতার দিনে

প্রতি স্বাধীনতার দিনে আমার মাকে বড়ো  মনে পরে।
ছোটোবেলার স্মৃতিতে দিনটা ছিল আনন্দেরই, রোদ উজ্জ্বল ঝকঝকে ।
বাবার হাত ধরে পতাকা নারতে নাড়তে মিষ্টি কিনে, ভাই আর আমি বাড়ি ফিরছি,
এই তো যেন সে দিনের কথা ।
সে ছবিতে শুধুই  সুখ, শুধুই খুশী, শুধুই হাসি খেলা কত শত রঙের  গাঁথা  মালা।

আমার মা  ভয়াবহ ৪৭এর অনেক আগেই এদিকে চলে এসেছিলেন, আপাতভাবে কাঁটা ছেড়ার আঁচ লাগেনি তাঁদের  গায়ে  ।
তখন নতুন বউ হয়ে এক অজানা শহরে শ্বশুরঘর করতে আসা সবে কৈশোর পেরোনো সেই লাজুক মেয়েটি কে হয়ত রোমাঞ্চই  দিতো  এই পারাপার।
বারবার দুধসাদা গ্রামে ফিরে গিয়ে সেই আদরিনী মেয়ে ভালবাসায়  ভাসতে  ভাসতে এপারের গল্প করার মধ্যে যেন ছিলো  অশেষ স্বর্গসুখ।

১৫ই আগস্ট এলেই মায়ের চোখের কোন  কেন জল চিকচিক করত - অনেক অনেক দিন তা বুঝিনি।

এখন বুঝি, ওই দিন দুধশা নদীর দুকূল ছাপিয়ে আসতো জোয়ার
সেই নদীতে মন খারাপের ঘন কালো কুয়াশায় হারিয়ে যেত এক মযুরপঙ্খী নাও।
সাজান সব রাজপাট পরে থাকলো যেমন তেমন,
কাঁটাতারের বেঁড়া পেরিয়ে আর কখন বড় হাউলিতে হবে না দ্বিরাগমন ।
দূর্গা দালানে কোজাগরী আল্পনা আর কখনও না, কখনও না,
খান্ডব দহনের আগুনে পুরে ছাই সব ছোট ছোট সুখ
দম বন্ধ করা ধুলোর ঝড়ে  উল্টোপালটা  লন্ডভন্ড হারিয়ে গেল
                                  অতি আদরের কত কত, কত  শত মুখ ।

প্রত্যেক স্বাধীনতার দিনে মাকে ডাক পাঠাতো সেই নদী, সেই দূর্গা দালানে সেই হারিয়ে যাওয়া মুখেরা
আর আমার সদাহাস্যময়ী মা হয়ে যেত এক জল টলটল নদী ।

আজ আমাকে স্বাধীনতার দিনে সুদুর থেকে ডাক পাঠায় তোমাদের আদরের নৌকা, ডাক পাঠায় সংকেতে দূরভাষে ২৫শে , ২২শে -০৩৩এ
আর শুধু আমার মাকে  মনে পরে, শুধু মাকে  মনে পরে।

Thursday, July 19, 2012

হয়তো


এখনো আমার ছেলেটা খিচুড়ির সাথে চানাচুর খেতে ভালবাসে 
এখনো আমার মেয়েটা বাবার গলা জড়িয়ে,
                           বকবক করে যায় সারাদিন রাতভর।
আমার এখনো ভালো লাগে ছেলেমানুষীর সব হইহই  সব সব পাগলামি  । 
তাই  সব উল্টো পাল্টে,  
সোজা সরল এই ছাদটাই ঘুড়ি উড়াতে লাটাই ধরলো, কখন কেন কে জানে !

দাবা সাজিয়ে বসে থেকে থেকে ওস্তাদরা চলে গেল হাডুডু খেলতে
আর আমরা পথ হারিয়ে শুধু খুঁজে গেলাম গন্তব্য, কানামাছি দিনে রাতে ।

নিরুদেশে পাড়ি  দিয়েছে জোনাকিরা
এ জীবনে আর ওঠা হলনা ওই শৃঙ্গে
তবু আলোতে ভাসাভাসি এই দরিয়ায় নৌকো বেয়ে যাই
এই আশায়
            হয়তো কোনো দিন
                                  হয়তো
                                        অন্য কোনো দিন
                                                    বিশ্বাসে মিলাবে বস্তু
                                                                           ছাপিয়ে দুকূল।

Friday, July 13, 2012

চারিদিকে সাজিয়ে রেখেছো এত কিছু আমাদের জন্য

স্তরে স্তরে  এই যে জীবনের কথা,  অপেক্ষা শুধু আবিস্কারের
 বারবার ভালবাসার এই পেয়ালা ভরা থাক

 যা নিয়ে পূর্ণ হোক

পথ পরিক্রমা, দিক দর্শনের উন্মোচন ।

Tuesday, July 3, 2012

opekhar dekha

শব্দের নিস্তরঙ্গ এই চলাচল, মনটা টুপ টুপ পদ্ম পাতায় জল 

   ধুকপুক হৃদয়ের কথা, রাত ভোর বাজে বিলাবল ।

নদী তবু বয়ে যায়, উপচিয়ে কান্নার ঢল,

একা একা পথ চলা জীবনের  অতলান্ত নীল সে সাগর ।

ভালোবেসে ভেসে যাওয়া জীবনের ওঠা নামা এই উতরোল 

তার মাঝে অপেক্ষার শুধু এই অপেক্ষার হাত ধরে এগোয় জীবন ।

 

Saturday, May 12, 2012

mayer kotha

তোমার চোখেই প্রথম দেখা জগতের এই আলো 
তুমিই প্রথম শিখিয়েছিলে মন্দ থেকে ভালো 
এক পা এক পা  হাঁটতে শেখা তোমার হাত ধরেই 
পরে গিয়ে আবার সোজা তোমায় সাহস দেওয়া জোরেই 
মায়ের কথা বলার আজ কি শুধু দিন?
 প্রতিদিনই সংঘে তুমি,
                      ফুরাবেনা কোনদিনই ভালোবাসার্ ঋণ .......

Tuesday, February 14, 2012

প্রিয় ভালবাসা তুমি

লাল গোলাপ সেতো রক্তাক্ত  হৃদয়ের মূর্ছনা
আমার ভালবাসার রং তাই লাল নয়।

সাদা বরফ শুভ্রতায় ভালবাসা রং-হীন
আমার ভালবাসার রং তাই সাদাও নয়।

গোলাপীর চপলতা আর ছুঁয়ে যায় না আমাকে
চুলের জেল্লা এখন মেহেন্দির রসে চিক চিক
তার সঙ্গে গোলাপী,  তাই কখনো হয় নাকি?

সবুজ ও যেন অবুঝ হাওয়ায়ে শুধু এলোমেলো ঝড়-

নীল সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে আকাশ নীলের ছুঁয়ে যাওয়াও
আমার ভালবাসার গল্প নয় কখনই ।

 আঁধার রাতে জ্বলে যখন আলো, সব কথা যায় হারিয়ে তখন
হাতের পরে হাত থাকে আর হাজার জোনাক আলো।
সেই তো আমার ভালোবাসা, আজও তোমায় ভীষন বাসী আমি ভালো ।


Sunday, February 5, 2012

এক  সঙ্গের  এই  যে  চলা  জারি  থাকুক  বছর  বছর 
জীবন  মানেই  উঠা পড়া  জীবন  মানেই  খুঁজে  ফেরা
দুজনের  এই  সপ্তপদী
 সহজ  করে  জেতা হারা 
কান্না  হাসির  গানের  পালায় ভরে থাকুক  জীবন  সারা

Thursday, January 26, 2012

সারাদিন বৃষ্টি ঝিরঝির  রিনি টিন টিন
 আকাশের মুখ ঢাকা ধূসর যেন মসলিন।
মেঘেদের এলোমেলো ছোটাছুটি কত
আজকের মেঘদূত, দিশেহারা ঠিক তার দয়িতারই মত ।
মনখারাপের কালো গাছ রাস্তার পাশে
ঝুপ ঝুপ বৃষ্টিতে একেবারে চুপ ।
 সিগনাল এ ভ্যাবাচাকা,  হেডলাইটের চোখে এলো ঘুম
 খাঁচার মধ্যে খাঁচা আর তার মাঝে বসে আমি, ঝুম বরাবর ঝুম ।


 


Monday, January 2, 2012

নতুন বছর


সবাই যখন তোমায় হাত নাড়ছে 
আমি তখন হাতে হাত ধরে থাকতে চাই -পুরাতনী 

হাত গলে ঝুর ঝুর ঝরে পরে সময়ের বালি  
দিকশুন্য  মাঠের মত বুকের ভেতরটা হু হু করে- খালি  


সবাই যখন নতুনের দিকে চেয়ে,  আমি থাকতে চাই তোমাতে আপাদমস্তক ডুবে
   
এসময়ে তবু তুমি ছিলে  আগামীতে নেই তুমি নেই ..............

কখন যেন হারিয়েছি আমার সকল কথার খেই