Tuesday, August 23, 2011

elomelo 1

আজ মুখোশ রাজ্যের নিমন্ত্রন ফিরিয়ে দিতে ইচ্ছে ছিল | পারলাম না, তার বদলে চোখ বন্ধ করে ঝাঁপ দিলুম অতলান্ত আঁধারে |

গঙ্গাফড়িং উঁড়াউঁড়ি পানকৌড়ির ডুব
চিকচিক জলের সোনা  বনলতার মুখ
               মন দরিয়ায় পাল তুলেছি উজান পানে ধাই
খড়কুটো যা সঙ্গে আছে তোমায় আমায়ে  ভাগ |

 







মাঝে মাঝে কি যে হয়, অনেক অনেক সোজা কথার ও মানে ঠিক বুঝে ওঠা যায়না | সোজা কথা আর আমরা শুনিনা, বলিনা বলে কি? রবি কবি কবেই বলে গেছে "সহজ কথা যায় না বলা সহজে"................... |
এর মাঝে তর্ক উঠেতেই পারে সোজা কথা মানে কি ? কথাটার মধ্যেই আছে ব্যক্তি স্বতন্ত্রতার ভাব | তোমার কাছে যা সোজা আমার কাছে নয় | আমার কাছে যা সোজা Susan র কাছে তা অবোধ্য | তাহলে এই দাঁড়ালো যে কোনো কিছুই সোজাসুজি বলা যায়না | সবই আপেক্ষিক | সত্য আপেক্ষিক, প্রশংসা আপেক্ষিক, শুধু প্রশংসাবাই কেন, যে কোনো অনুভবের মূল্যায়নের মানদন্ডই আপেক্ষিক, তবে আর দুঃখ করে কি হবে- খয়েরি এ জগতে 3D চশমার দরকার নেই| contact লেণ্সটাও খুলে ফেলবো কিনা ভাবছি | আঁধার সে ঘরে সহজ করে তখন শুধু infra red light টা  অন করে দিও | ছবিতে ফুটে উঠবে তোমার সব ভুল সব মন খারাপগুলো |  ডাকঘর অনেক আগেই বন্ধ হয়ে গেছে, উড়োচিঠি পাঠানো আর হোলোনা এ যাত্রাতে ?










Wednesday, August 17, 2011

অনেক কিছু না পাওয়াতেই যেমন জীবন নষ্ট হয় না| তেমনি সব পেলেই পাওয়া জীবন নষ্ট কিনা এ প্রশ্নর মুখোমুখিও হয় না জীবন | আমার সব পাওয়া হয়ে গেলে আমি তোমার জন্য চাইব, তারপর ওর জন্য, তার জন্য আরও কত কত জনের জন্য.....| জীবন শুন্য হতে পারে কিন্তু নষ্ট কখনো নয় | এর পর আমার ঘর উঠান আদরের নৌকাতে তুলে ভেসে যেতে চাই তোমাদের মাঝে যেখানে  শোনা যাবে শিশিরের শব্দ, আলোর হইচই.........রামধনুর ওঠা পরা |

আজ আমার বন্ধু ইন্দ্রানী নতুন জীবনে ভেসে গেল তার হাত ধরেছিল তখন সে| তাদের এই যাত্রা পথে রইলো আমাদের অনেক অনেক  শুভেচ্ছা |

জীবন খোঁজে জীবন পায়,
 হারিয়ে গিয়ে আবার উধাও, 
ওঠে  নামে পথের বাঁকে হারিয়ে গিয়ে পেতে তাকে ||









|



Tuesday, August 9, 2011

আজকের নতুন cell গুলো নতুন রকম দেখতে কেন লাগছে জানি না | ওদের লম্বা হাতগুলো বাড়িয়ে কি হাত ধরতে চাইছিল প্লেটের এপাশের যে আছে তার সাথে? এপাশের সেই বা তখন কি ভাবছিল? পরপর চারটে মিটিং, সারাদিন শুধু
কচকচি আর অপেক্ষাতে কাটবে | কিসের অপেক্ষা? আরও একটা দিন .............................আরেকটা দিন
.................................

এ বলেছে এই, সে বলেছে ওই, এভাবে আর কতদিন চালাবে? এবার একটু নিজের কথা বলো, একটু নিজের মত ভাবতে শেখো | কাকে কান নিল বলাতে কাকের পেছনে ছোটার আগে, কানে  হাত দিয়ে দেখে নিও সত্যি কান আছে না নেই | তুমি আমাকে যত নিচে ফেলতে চাও, চাও - আমি পরবো না | ইচ্ছেপরি আমাকে নিয়ে যাবে মেঘের দেশে - তোমার হিংসে করা ছাড়া আর কিছু করার নেই | যদি চাও ফিরতে পারি তোমার চায়ে চুমুক দিতে কিন্তু সংঘে কিছু আবদার চেও না |



Friday, August 5, 2011

aakibuki

আকিবুকি -১


মাথা ছুলো মেঘের দেশে  নত হতে জানে না সে
মন উড়েছে চিলের ডানায় হাতের  মুঠোয় ধরে না সে
তোমার যত মন্দ কথা তোমার কাছে জমা থাকুক 
আমার জগত আলোয়  হাসে তোমার সেথা প্রবেশ নিষেধ ||||||||||||


আকিবুকি -২

কত কথাই বলার থাকে কিন্তু বলা হয়ে ওঠে না | কথা গুছিয়ে উঠতে উঠতে  যাকে বলার সে হারিয়ে যায় | কখনো 
কথারা নিজেই যেন লজ্জা পায় বা হঠাত ঠিক করে সামনে আসবেনা | নাকি শব্দ গুলোর মধ্যে শুরু হয় তর্ক, কে আগে কে পরে ঠিক করতে পারে না কিছুতেই | আর আমি শুধু ছুটতে থাকি এলোমেলো  জেব্রা
 ক্রসিং পার হওয়া হয় না কিছুতেই |