Thursday, December 15, 2011

ঝাপসা

দূর থেকে সব কিছুই হয় সুন্দর লাগে, নয়তো ঝাপসা |

তোমাকেও যখন আমি দূর থেকে দেখি কি ভালো যে লাগে, 
নীল মায়া জড়ানো এক বিশাল পাহাড় |
সে নীল মায়ার নীচে লুকানো বাঘ নখ, (কখনো জানিনি), 
নিজের প্রয়োজনে ঝলসে ওঠে বিদ্যুত তলোয়ারির মত, 
যখন তখন বধ করতে কাছাকাছি ঘেঁষে আসা দীঘল হরিণটিকে  | 
শান্ত ভাবে এমন ছিন্ন ভিন্ন করো নরম সরম প্রতিপক্ষকে-- সে কথা অজানাই থেকে যায় বহু বহু বন্ধুজনের কাছেই  | 
দূর থেকে দেখা যায় না অনেক কিছুই............

ব্যথায় ব্যথায় নীল হয়ে সোমলতা স্মৃতির অভ্র ছড়িয়ে দিল পথের বাঁকে | 
আর কখনো সে আসবেনা তোমায় ডাকতে | 
শুধু হাওয়াতে ভেসে যাওয়া খুশির নৌকা, 
হারিয়ে গেছে  কখন, সেটাও  কেউ জানতে চায় না বা অকেজো রেডারে  ধরা পরে না অনুভূতির তাপমাত্রা | 
জমার খাতা জলে ভিজে জবজবে মরা কাঠ |

বন্ধুত্ব নীলামে উঠেছে চড়া দামে, 
হিসেব নিকেশ না করে পাল্লাতে তুলোনা কিছুই |
এ সতর্ক বাণী সবই কে নাড়া দেয়না | দলছুট কেউ কেউ এখনো অভিধানে শব্দবদ্ধ |

তাই হেঁটমুন্ডে শুরু হোক পিছন দিকে এগিয়ে চলা, 
দিশাহীন দিকদর্শনের এই প্রথম অধ্যায়, শুরু নাকি শেষ..............................

ঝাপসা সব ঝাপসা....................................





No comments:

Post a Comment