Tuesday, July 3, 2012

opekhar dekha

শব্দের নিস্তরঙ্গ এই চলাচল, মনটা টুপ টুপ পদ্ম পাতায় জল 

   ধুকপুক হৃদয়ের কথা, রাত ভোর বাজে বিলাবল ।

নদী তবু বয়ে যায়, উপচিয়ে কান্নার ঢল,

একা একা পথ চলা জীবনের  অতলান্ত নীল সে সাগর ।

ভালোবেসে ভেসে যাওয়া জীবনের ওঠা নামা এই উতরোল 

তার মাঝে অপেক্ষার শুধু এই অপেক্ষার হাত ধরে এগোয় জীবন ।

 

No comments:

Post a Comment