Friday, October 28, 2011

প্রিয় দিশাহীন,
এইমাত্র খবর পেলাম যে ঘরেবন্দী  আকাশ, কৌটোবন্দী নদী, আর অনেক রাংতা বেলুন নিয়ে বুড়ো কচ্ছপ ধপ ধপ | এগোচ্ছে না পিছোছে এটা নজর রাখছে তৃতীয় বিশ্বের চাঁদ সূর্য্য | খুঁচিয়ে মারবার সব আয়োজন করে রাজ্যপাট ঘোষণা করলো বিশ্বব্যাপী বন্ধুদিবস | এরমধ্যে নীলঘোড়া খুঁজে খুঁজে জোনাকি পিঠে  তুলছে দিগন্তে সাজাবে বলে | তুলে ধরার ভুতুড়ে ইচ্ছে ওর আজও  গেল না | লাল হলুদ মেঁপেল পাতা সাজিয়ে একটু আরও খুশী হবার জন্য আবেদন করছে সকাল বিকেল| আবেদন নামঞ্জুর করো না |...কিন্তু .... | ঘড়িটা হেলিয়ে পরার আগে বাইস্কোপের  বাক্স বন্ধ করা কখনো উচিত নয় | পাঁচ বন্ধু প্রতিবেশী মিলে ঠিক  করো আগামীর যাত্রা|  আজ এই অবধি ....

ইতি
আলুঝালু ব্যাপারী |


No comments:

Post a Comment