Wednesday, November 9, 2011

নীললোহিতের মত লালকমলার ও যে পাঁচ ছয়টা করে চরিত্রে ঢুকে পড়তে হয় এটা
 বুঝতে কেটে গেল কত যুগ | এক একটা মুখোশ আবার এক এক রকম, কারো সাথে মিল নেই কারো | কেউ ভাবে লাল কমলা অঙ্ক একদম জানে না আবার বেগুণীর দল জানে সে কত পারদর্শী অঙ্কে | এটা কেন হয় মাপকাঠিটা মেপে দেখেছি মাপে কোনো গরমিল নেই, তাহলে এমন ঘটে কেন | তবে গেছোবাবার স্মরণ নেওয়া ছাড়া কোনো গতি নেই | সে হয়ত করতে পারে এর সমাধান | তাই দিন রাত গেছোকে খুঁজছি | তোমাদের কারো জানা থাকলে জানিও তার সন্ধান |  |




No comments:

Post a Comment