Wednesday, August 17, 2011

অনেক কিছু না পাওয়াতেই যেমন জীবন নষ্ট হয় না| তেমনি সব পেলেই পাওয়া জীবন নষ্ট কিনা এ প্রশ্নর মুখোমুখিও হয় না জীবন | আমার সব পাওয়া হয়ে গেলে আমি তোমার জন্য চাইব, তারপর ওর জন্য, তার জন্য আরও কত কত জনের জন্য.....| জীবন শুন্য হতে পারে কিন্তু নষ্ট কখনো নয় | এর পর আমার ঘর উঠান আদরের নৌকাতে তুলে ভেসে যেতে চাই তোমাদের মাঝে যেখানে  শোনা যাবে শিশিরের শব্দ, আলোর হইচই.........রামধনুর ওঠা পরা |

আজ আমার বন্ধু ইন্দ্রানী নতুন জীবনে ভেসে গেল তার হাত ধরেছিল তখন সে| তাদের এই যাত্রা পথে রইলো আমাদের অনেক অনেক  শুভেচ্ছা |

জীবন খোঁজে জীবন পায়,
 হারিয়ে গিয়ে আবার উধাও, 
ওঠে  নামে পথের বাঁকে হারিয়ে গিয়ে পেতে তাকে ||









|



No comments:

Post a Comment