Friday, August 5, 2011

aakibuki

আকিবুকি -১


মাথা ছুলো মেঘের দেশে  নত হতে জানে না সে
মন উড়েছে চিলের ডানায় হাতের  মুঠোয় ধরে না সে
তোমার যত মন্দ কথা তোমার কাছে জমা থাকুক 
আমার জগত আলোয়  হাসে তোমার সেথা প্রবেশ নিষেধ ||||||||||||


আকিবুকি -২

কত কথাই বলার থাকে কিন্তু বলা হয়ে ওঠে না | কথা গুছিয়ে উঠতে উঠতে  যাকে বলার সে হারিয়ে যায় | কখনো 
কথারা নিজেই যেন লজ্জা পায় বা হঠাত ঠিক করে সামনে আসবেনা | নাকি শব্দ গুলোর মধ্যে শুরু হয় তর্ক, কে আগে কে পরে ঠিক করতে পারে না কিছুতেই | আর আমি শুধু ছুটতে থাকি এলোমেলো  জেব্রা
 ক্রসিং পার হওয়া হয় না কিছুতেই | 
















No comments:

Post a Comment