Tuesday, August 23, 2011

মাঝে মাঝে কি যে হয়, অনেক অনেক সোজা কথার ও মানে ঠিক বুঝে ওঠা যায়না | সোজা কথা আর আমরা শুনিনা, বলিনা বলে কি? রবি কবি কবেই বলে গেছে "সহজ কথা যায় না বলা সহজে"................... |
এর মাঝে তর্ক উঠেতেই পারে সোজা কথা মানে কি ? কথাটার মধ্যেই আছে ব্যক্তি স্বতন্ত্রতার ভাব | তোমার কাছে যা সোজা আমার কাছে নয় | আমার কাছে যা সোজা Susan র কাছে তা অবোধ্য | তাহলে এই দাঁড়ালো যে কোনো কিছুই সোজাসুজি বলা যায়না | সবই আপেক্ষিক | সত্য আপেক্ষিক, প্রশংসা আপেক্ষিক, শুধু প্রশংসাবাই কেন, যে কোনো অনুভবের মূল্যায়নের মানদন্ডই আপেক্ষিক, তবে আর দুঃখ করে কি হবে- খয়েরি এ জগতে 3D চশমার দরকার নেই| contact লেণ্সটাও খুলে ফেলবো কিনা ভাবছি | আঁধার সে ঘরে সহজ করে তখন শুধু infra red light টা  অন করে দিও | ছবিতে ফুটে উঠবে তোমার সব ভুল সব মন খারাপগুলো |  ডাকঘর অনেক আগেই বন্ধ হয়ে গেছে, উড়োচিঠি পাঠানো আর হোলোনা এ যাত্রাতে ?










No comments:

Post a Comment